top of page

কল্পনা বিলাসী

  • Writer: Rownak Jahan Sadia
    Rownak Jahan Sadia
  • Mar 30, 2017
  • 1 min read

কল্পলতা ,তুমি কে গো ? আমার আমি'র কল্পনা , নাকি বিলাসিতা , নাকি অজান্তার ভালবাসা ।

তুমি কি জানো ? আমি একদিন বেসেছিলাম ভালো , তার কোন নাম নেই , নেই কোন ঠিকানা , তাই তার নাম দিলেম অজানা ।

তাঁকে আমি খুজে ফিরি বন্ধুদের র্দুবার আড্ডায় , নতুবা সবুজ ঘাসের গালিচায় বসে চিরচেনা আর অচেনার মাঝে ।

হয়তোবা আমি তাকে খুজে পেয়েছি , হয়তোবা তার ভালবাসা পেয়েছি , পদ্মার স্রোতের মত তাকে বয়ে চলেছি জীবন তরঙ্গের ও'পারে । তার র্স্পশকে আপন করেছি শিশুর কোমল পরশের মত ।

হয়তোবা তার ভালোবাসায় হয়েছিলাম উন্মাদ , কিন্তু সে ছিল না মোর কোন কালে । শুধু ছিল তাকে নিয়ে কল্পনা মনের অন্তরালে ।

হয়তোবা সে কখনো এই তুচ্ছ আমি'কে ভালবাসেনি , হৃদয়ের মনিকোঠায় কল্পনা ও করেনি । তবু আমি র্নিলিপ্ত থেকে একতরফা ভালবেসেছি ।

হয়তোবা অজানাকে ভালবেসেছি বলেই এমনটি হয়েছে , তবুও বলবো ,ভালবাসি ভালবাসি ,অজানা তোমাকে ॥

 
 
 

Comments


bottom of page